বিয়ন্সের অপ্রকাশিত দুই অ্যালবাম ‘ফাঁস’

মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স নোলসের অপ্রকাশিত দুই অ্যালবামের গান ছড়িয়ে পড়েছে দুটি মাধ্যমে।

স্থানীয় সময় বুধবার গভীর রাতে স্পটিফাই ও অ্যাপল মিউজিকে আপলোড হওয়া ওই গান নিয়ে এরই মধ্যে হইচই পড়েছে বলে ইউএসম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়।

৩৭ বছর বয়সী এই তারকার গানগুলো প্রকাশিত হয়েছে অন্য নামে; যেখানে মোট ২০টি গান স্থান পেয়েছে।

‘ব্যাক আপ, রিউইন্ড’ আর ‘হ্যাভ ইউর ওয়ে’ নামের এ দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে কুইন কার্টার থেকে; যা ২০০৩ সালের আগে গাওয়া বলে ধারণা করা হচ্ছে।

ভক্তদের কাছে ‘কুইন’ আর বিয়ের পর সাওন কার্টার নাম পাওয়া বিয়ন্সের এই নামের পরিপ্রেক্ষিতে তাকে ‘কুইন কার্টার’ নামে ডাকা হয়।

দুই মাধ্যমে বিয়ন্সের গান প্রকাশিত হওয়ার পরই তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। হ্যাশট্যাগ দিয়ে কেউ কেউ পোস্ট করেছেন গানগুলি সম্পর্কিত নানা তথ্যও।

অবশ্য অপ্রকাশিত ওই দুই অ্যালবাম ‘ফাঁস’ হওয়ার কিছু সময়ের মধ্যেই তা সরিয়ে নেয় অ্যাপল মিউজিক ও স্পটিফাই। এ ব্যাপারে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment