গণসংযোগে ব্যস্ত মাশরাফি, নৌকায় ভোট চাচ্ছেন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ আসনে নিয়মিত গণসংযোগ করছেন মাশরাফি বিন মুর্তজা। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের আয়োজনে লোহাগড়া পাড়ের কালনাঘাটে স্থাপিত মঞ্চে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

আজ রোববার সকাল ১১টা থেকে নিজ এলাকায় গণসংযোগ করছেন তিনি। গতকাল নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান মিলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী সফরসূচি ও কর্মসূচি তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ডিসেম্বর সকাল ১১টায় মাশরাফি নড়াইল কোর্ট চত্বর, মহিষখোলা, বরাশুলা, ভাটিয়া, ঘোড়াখালী মোড়, দুর্গাপুর, নয়নপু্‌র, বিষ্ণুপুর, জুড়ালিয়া কলেজ মাঠ, আলোকদিয়া, শাহাবাদ বাজার, সরষপুর, বলরামপুর, চারিখাদা এলাকায় গণসংযোগ করবেন।

এছাড়া, বিকেল ৩টায় মাইজপাড়া রামেশপুর (আড়ংগাছা), কমখালী, সিঙ্গিয়া বাজার, বাগডাঙ্গা স্টান্ড, পাজারখালী বাজার, কাগজীপাড়া, ধোন্দা (ঘোড়াখালী) নড়াইল এলাকায় গণসংযোগ করবেন।

এরই মধ্যে মাশরাফি নড়াইল আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার বেলা ১১টার দিকে নড়াইল আইনজীবী সমিতির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবতী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচি প্রমুখ।

এসময় মাশরাফি বিন মুর্তজা বলেন, আমার প্রতিদ্বন্দ্বীকে যেন কোনোভাবেই শারীরিক ও মানসিক আঘাত না পান সেদিকে আইনজীবীরাসহ সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এবং সকলে আমার প্রতীক নৌকায় ভোট দেবেন।

গতকাল ২২ ডিসেম্বর নড়াইলে পৌঁছে কয়েকটি পথসভায় গণসংযোগ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি। পরে নিজ শহর নড়াইলে দোকানে দোকানে নিজের জন্য ভোট চান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment