সিলেটে আব্দুল মোমেনের পক্ষে নৌকার প্রচারণায় ছাত্রলীগের সাধারন সম্পাদক

সিলেটে আব্দুল মোমেনের পক্ষে নৌকার প্রচারণায় ছাত্রলীগের সাধারন সম্পাদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত,বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ছিলেন। বঙ্গবন্ধুর সহচার্যে থাকায় মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সরকারের মাধ্যমে নির্যাতিতও হয়েছিলেন তিনি।

বিএনপি-জামায়াত জোটের ক্ষমতার সময় যখন দেশ দুর্নীতিতে সেরা হয়ে উঠেছিলো। তখন দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ছিলো খুবই লজ্জার। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বদরবারে দেশের মর্যাদা উঁচু করতে ড.মোমেনকে জাতিসংঘে পাঠান। তখন জাতিসংঘে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘসময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনেন। শেখ হাসিনার নির্দেশে তিনি আবার দেশে ফিরে আসলেন নিজের এলাকা সিলেটে। একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সিলেট-১ আসন থেকে মনোনায়ন দেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর এবং শেখ হাসিনার আস্থাভাজন ড. এ কে আবদুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সিলেট-১ আসনের বিভিন্ন যায়গায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment