অপপ্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চলছে: আইএসপিআর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার গণমাধ্যমে পাঠানো আইএসপিআর’র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম বাংলাদেশ আর্মি এবং জয়েন বাংলাদেশ আর্মি। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম বাংলাদেশ আর্মি ও ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশ আর্মি। এগুলো ব্যতীত অন্যান্য সকল ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সবাইকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment