হরিরামপুর নৌকার নির্বাচনী অফিস হামলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল আহত ৯, মামলা

মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা দিয়াবাড়ি এলাকায় নৌকা মার্কার নির্বাচনী অফিসে হামলা। বিএনপির গাড়ী বহর মিছিল থেকে নেমে হামলা চালায়। ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ সম্পাদক রাসেল হোসেন হামলার ঘটনাটি জানান। ২৫ ডিসেম্বর দুপুরে হামলার অভিযোগে মামলা দায়ের করেন আহত কসর উদ্দিন শেখ। আওয়ামীলীগ এর সমর্থন করেন কসর উদ্দিন শেখ(৮৭) মামলার উল্লেখ করেন বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম শান্তর গাড়ী বহর মিছিল থেকে লোকজন যাওয়ার সময় দেশীও অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায় । হরিরামপুর নির্বাচনী ক্যাম্পে হামলায় আহত হয় হরিরামপুর ছাত্রলীগের কয়েকজন ও কসর ঊদ্দিন শেখ। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন ১৫ জনকে আসামী করে মামলা রেকর্ড হয়েছে ২৫ ডিসেম্বর দুপুরে মামলা নাম্বার ১৪। মঈনুল ইসলাম শান্তর মুঠোফোনে কল করা হলে ও তিনি ফোন রিসিপ করেনি তাই তার বক্তব্য নেওয়া যায়নি। মানিকগঞ্জ ২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম বলেন হরিমামপুর ছাত্রলীগের নেতা কর্মিদের ও আওয়ামীলীগের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলা বিএনপির নেতা কর্মীদের আসামী করা হয়েছে বলে জানান। আগামী ৩০ তারিখ নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে জেনেই হামলা ভাংচুর চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচনকে বানচাল করার জন্যই বিএনপি পরিকল্পনা করে হামলা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment