ভোটের দিন বাড়বে শীত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর। ওই দিন চলমান শৈত্যপ্রবাহ
দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আরও বাড়তে পারে। তাই শৈত্যপ্রবাহের মধ্যেই সবাইকে যেতে হবে ভোটকেন্দ্রে।

ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষার্ধে উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

মাঝ পৌষে এসে শীতের তীব্রতা বাড়ছে। বুধবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, এরই মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসময় দেশের পশ্চিমাঞ্চলেও শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের পশ্চিমাংশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment