মাদারীপুরে ৩টি আসনে সেনাবাহিনীর ঝটিকা অভিযান শুরু

 মাদারীপুর প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ১,২ও ৩ আসনে সেনাবাহিনী ঝটিকা অভিযান ও তল্লাশি শুরু করেছে। জানা যায়, আজ শুক্রবার বিকেলে থেকে সেনাবাহিনী ক্যাপ্টেন আদনান এর নের্তৃত্বে সেনা সদস্যদের মাদারীপুর-১(শিবচর) আসনের পৌরসভা মোড়ের স্বাধীনতা চত্ত্বর সড়ক, প্রেস ক্লাবের সামনের সড়কে, শ্যামলীর মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। সেনা সদস্যরা এসময় বিভিন্ন যানবাহন তল্লাশি চালায়। এছাড়াও প্রাইভেট কার ,মটরসাইকেলের কাগজপত্র, হেলমেটসহ বিভিন্ন যানবাহনে আগ্নীঅস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তল্লাশীর পাশাপাশি নিরাপত্তা সংষ্ঠিষ্ট তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। ।এছাড়াও মাদারীপুর-২ ও মাদারীপুর- ৩ আসনের বিভিন্ন্ধসঢ়; স্থানে অভিযান চালাতে দেখা যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে ২৪ ডিসেম্বর মাঠে নেমেছে এবং ২ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। কর্তব্যরত সেনাবাহিনী ক্যাপ্টেন আদনান বলেন, নির্বাচন উপলক্ষ্যে ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। তবে কোথায় কোথায় চলবে তা অপারেশনের স্বার্থে বলা যাচ্ছে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment