শেষ প্রচারণায় মুখরিত কেরানীগঞ্জ

শেষ প্রচারণায় মুখরিত কেরানীগঞ্জ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষ। তাই নির্বাচনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে যেন ঈদ-উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় অফিসপাড়া থেকে শুরু করে ব্যাংক-বীমার গন্ডি পেরিয়ে ব্যসায়ীমহল এমনকি চায়ের দোকান পর্যন্ত এখন সর্বত্রই আলোচনার মুল বিষয় বস্তু হচ্ছে নির্বাচন। কাজেই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর কেরানীগঞ্জের প্রতিটি প্রান্তর। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণার কাজও। তাই শেষ মূহুর্তের এই প্রচারণায় বৃহস্পতিবারের কেরাণীগঞ্জের চিত্রছিল একেবারেই ভিন্ন। বৃহস্পতিবার ঢাকা-৩ এ আওয়ামী লীগ ও বিএনপি তাদের শেষ প্রচারাভিযান চালিয়েছে খুব জোড়েসোরেই। রাজণীতির এ বৃহৎ দুটি দলই যেন গণসংযোগের মাধ্যমে তাদের ভোটের শক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার বেলা বারোটা থেকেই বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার আসনের সকল বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে কোন্ডা ইউনিয়নের তার নিজ গ্রাম মীর্জাপুর থেকে গনসংযোগ শুরু করেন।

এসময় কয়েক হাজার সাধারন মানুষ ও স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা এই গনসংযোগে যোগ দেয়। এসময় শতশত সাধারন মানুষ ও সমর্থকরা এই গনসংযোগে যোগ দেয়। গণসংযোগটি ঘোষকান্দা, আলুকান্দা,ষ্ট্যান্ড বাজার, বাক্তারচর, নতুন বাক্তারচর, জাজিরা, ব্রা²ন গাও, আইনতা ,দোলেশ্বর হয়ে হাসনাবাদ এলাকায় এসে শেষ হয়। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন মাষ্টার, ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার আবু আশফাক,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতান নাসের, এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক কাউছার ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ। অপরদিকে বিকেল তিনটায় উপজেলা আওয়ামী লীগের জিনজিরাস্থ প্রধান কার্যালয় থেকে শেষ মুহুর্তের গণসংযোগ শুরু করেন মহাজোট মনোনীত প্রার্থী বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদও এ গণসংযোগে অংশনেয়। এসময় হাজার হাজার সাধারন মানুষ ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী- সমর্থকরা এই গনসংযোগে যোগ দেয়। গণসংযোগটি জিনজিরা বাসরোড হয়ে জিজিরা ও আগানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় তারসাথে অন্যাণ্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নসরুল হামিদ বিপুর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক মো.জসীম মাহমুদ,ঢাকা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম.ই.মামুন,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী মো.সাকুর হোসেন সাকু,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মাহমুদ আলম,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা.মো.সেলিম,তাওয়াপট্টি ক্ষুদ্র ও কটির শিল্প মালিক সমিতির সভাপতি আকতার জেলাণী খোকন, আগানগর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহম্মেদসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment