টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে হ্নীলা সীমান্তের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সংবাদে মৌলভীবাজার এলাকার মাঠের পরিত্যক্ত একটি মৎস খামারের  অবস্থান নেয় বিজিবি। পরে পাশ্ববর্তী একটি সরু খালের মধ্যে বিজিবির টহলদল টর্চ লাইটের আলো জ্বালালে দুটি ব্যাগসহ কয়েকজন লোককে দেখা যায়। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রথমে একটি এবং পরবর্তীতে কাদার মধ্য হতে আরও একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ দুটি থেকে ১ লাখ ৮০ হাজার পিছ ইয়াবা বড়ি জব্দ করে।  জব্দকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment