বোকোহারামের জিহাদিরা নাইজেরিয়ার উত্তরপূর্বের কমপক্ষে তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সৈন্যদের বিতাড়িত করেছে। দেশটিতে তাদের এটি সর্বশেষ হামলার ঘটনা। বুধবার বিভিন্ন সূত্র এ কথা জানায়। খবর এএফপি’র।
সামরিক ও মিলিশিয়া সূত্র এএফপি’কে জানায়, আইএস অনুগত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) জিহাদিরা মঙ্গলবার বর্নো রাজ্যের এসব সামরিক ঘাঁটি দখল করে নেয়।
সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারাম গ্রুপ বর্নো ও ইয়োবি রাজ্যের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে। এসব হামলায় অনেক সৈন্য নিহত হয়েছে।
সর্বশেষ এসব হামলার ব্যাপারে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘জিহাদিরা প্রথমে বিউয়ের কিম্বার একটি ঘাঁটি থেকে সৈন্যদের বিতাড়িত করে এবং পরে তারা এর পাঁচ কিলোমিটার দূরে স্যাবন গ্যারির আরেকটি ঘাঁটি দখল করে নেয়।’
এক মিলিশিয়া জানায়, জিহাদিরা পার্শ্ববর্তী ওয়াজির্কোর একটি ঘাঁটিতে হামলা চালায়।