ভারতে সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা প্রদান

ভারতের কলকাতায় চলছে তিনদিন ব্যাপী বাংলা উৎসব। উৎসবে সামিল হন দুই বাংলার গুণী শিল্পীরাও।

শুক্রবার (৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শুরু হওয়া বাংলা উৎসবে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা দেয়া হয়।

সেসময় অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নচিকেতাসহ দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল গ্রুপের আবুল খায়ের ও ভারতের বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্র শেখর ঘোষ, অভিনেতা অরিন্দম শীল এবং কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সের মহাপরিচালক শুভদীপ ঘোষ।

সাবিনা ইয়াসমিন বলেন, যেকোনো প্রাপ্তি আনন্দের। এটাও আমার কাছে ভাল লেগেছে। দুই বাংলার সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে চাই। আর সঙ্গীতশিল্পী নচিকেতা জানান, আমি সীমান্ত বিশ্বাস করি না। আর গানের তো কোন সীমান্তই হয়না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment