সাজপোশাকে ২০১৯

ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানালেন, ‘পোশাক মূলত দুই ধারায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা একধরনের পোশাক পরি। আবার কোনো পার্টি, বিয়ে, গায়েহলুদ, জন্মদিনসহ নানা উত্সব-পার্বণে আলাদা রকমের পোশাক পরি। বাঙালি হিসেবে নারীদের সাজে শাড়ি এখন অনেকটাই উত্সবকেন্দ্রিক হয়ে গেছে। নারীরা এখন সাধারণত শাড়ি পরে খুব কমই বাইরে বের হচ্ছে। তবে ফ্যাশন হাউসগুলো এ নিয়ে এখন খানিকটা তত্পর। শাড়ির ব্যবহার যাতে আরো একটু বাড়ানো যায় সেই চেষ্টা চালাচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা। এ জন্য শাড়ির ডিজাইনেও নতুন নতুন মোটিফ যুক্ত হচ্ছে। এই চেষ্টা সফল হলে এ বছর শাড়ির প্রতি নারীদের আগ্রহ বাড়বে বলে মনে করি। এতে তাঁতশিল্পেরও উপকার হবে।’

দিন যত এগোচ্ছে, ব্যস্ততা তত ঘিরে ধরছে আমাদের। এ জন্য সময় বাঁচাতে পোশাকের প্রতি বেশ সচেতন হচ্ছেন তরুণ-তরুণীরা। অল্প সময়ে পরা যায় এমন পোশাকের প্রতি আগ্রহ তাদের। এ বছরও এই ধারা থাকবে বলে জানালেন বিপ্লব। ‘সালোয়ার-কামিজে সব সময়ই বেশ মানিয়ে যান নারীরা। নতুন বছরে তাঁরা সালোয়ার-কামিজ থেকে বের হয়ে কুর্তি, শার্ট টাইপ টিউলিপ পোশাকের দিকে ঝুঁকবে। এই ঝোঁক বেশি দেখা যাবে শহরকেন্দ্রিক তরুণীদের। শহুরে তরুণীদের মধ্যে প্যান্ট, প্যান্ট কাট সালোয়ার পরার প্রবণতা বাড়বে।’

উত্সব-পার্বণ ও বিভিন্ন অনুষ্ঠানে লং ড্রেস, লেয়ার কাট, ঘেরওয়ালা গাউন টাইপ পোশাকের কদর দেখা যাবে নতুন বছরেও। তবে রাতারাতি কোনো ফ্যাশন বদলায় না বলে জানালেন বিপ্লব সাহা। তিনি বলেন, ‘ফ্যাশনে পরিবর্তন আনতে ১৫ থেকে ২০ বছর সময় পর্যন্ত লেগে যেতে পারে। এখন যে ধারা চলছে তা রাতারাতি বদলে যাবে না। আগের বছরের অনেক কিছুই নতুন বছরেও দেখা যাবে। তবে পোশাকের কাটে বা প্যাটার্ন কাটে খানিকটা পরিবর্তন হবে নতুন বছরে। এটা প্রতিনিয়তই হচ্ছে।’ ঈদ, পহেলা বৈশাখ, ফাল্গুনসহ নানা উপলক্ষে পোশাকের কাটে পরিবর্তন আনেন ডিজাইনাররা। সেটাই বছরজুড়ে ব্যবহূত হয়। হালকা রঙের পাশাপাশি গাঢ় রঙের কাপড়ও এ বছর তরুণীদের পছন্দের শীর্ষে থাকবে। বিশেষ করে ঈদ, বিয়েসহ নানা উত্সবে উজ্জ্বল রঙের কদর বাড়বে। পোশাকের সিকোয়েন্সে গোল্ড প্রিন্ট ছিল আগের বছরও বেশ এগিয়ে। এ বছর সিলভার প্রিন্ট সেটাকে ছাপিয়ে যাবে বলে ডিজাইনাদের ধারণা। লোয়ারে স্কার্ট, প্লাজো, শর্ট প্যান্টের ব্যবহার বাড়বে নতুন বছরে। তবে নকশা ও কারুকাজে ভিন্নতা দেখা যাবে। লং কটির সঙ্গে শাড়িও থাকবে বেশ এগিয়ে।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment