ভুয়া কাস্টমসের সহকারী কমিশনারসহ গ্রেপ্তার ৩

একজন ভুয়া কাস্টমসের সহকারী কমিশনার ও তার দুজন একান্ত সচিবকে (পিএস) গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রমনা থানাধীন বেইলী রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার এডিশনাল ইন্সপেক্টর জেনারেল এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা কাস্টমস হাউসের জব্দকৃত স্বর্ণের বার স্বল্প মূল্যে নিলামের কথা বলে বিভিন্ন মানুষের নিকট হতে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভুয়া কাস্টমস সহকারী কমিশনার জামালপুরের ইসলামপুর উপজেলার কিং জাল্লা গ্রামের বাসিন্দা খন্দকার মো. ফারুক ওমর মবিন (৫২)। এ ছাড়া ভুয়া পিএস (একান্ত সচিব) চট্টগ্রামের ভোজপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস নুর ইসলাম সরকার (৩৮) এবং নওগাঁর সদর থানার সান্তাহার গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩০)।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাস্টমস কমিশনারের ভিজিটিং কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা ও প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইলফোন জব্দ করা হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment