সুদানে সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ২৪

আফ্রিকার দেশ সুদানে গত ডিসেম্বরে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে।

দেশটির এক কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, রুটির দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৯ ডিসেম্বর থেকে সুদানজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবি করছে।

বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্টি সহিংস ঘটনার তদন্তকারী প্রসিউিটর অফিস মনোনিত প্যানেলের প্রধান আমের ইবরাহীম বলেন, ‘১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় মোট ২৪ জন প্রাণ হারিয়েছে।’

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান বিক্ষোভে দুই নিরাপত্তাকর্মীসহ ২২ জন নিহত হয়েছে।

ইবরাহীম বলেন, গাদারাফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বিক্ষোভকালে সংঘর্ষে শিশু ও চিকিৎসা কর্মীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন শহরে কয়েকশ’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মানবাধিকার সংগঠনগুলো ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment