উষ্ণতা নিয়ে শীতার্তদের মাঝে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।

উষ্ণতা নিয়ে শীতার্তদের মাঝে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

গতকাল ২৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ এর শোল্লা ইউনিয়নের অবহেলিত রুপারচর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৪ জন কমলমতি শিশুর হাতে শীতার্তদের মাঝে শীতের উপহার স্বরুপ শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়। তীব্র শীতে যখন সারা দেশ কাপছে ঠিক তখনই মানুষের মৌলিক চাহিদা মেটাতে রুপারচর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে উপস্থিত হয় নবাবগঞ্জ স্বেচ্ছাসেবী ছাত্র-ছাএীদের প্রানের সংগঠন ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন। বিদ্যালয়টি খুবই অবহেলিত। বিদ্যালয়টির সভাপতি দেওয়ান আবু সাঈদ বলেন,আপনাদের মতো সবাই যদি আমাদের পাশে এসে দাড়ায় তাহলে আমাদের শিশুরা সঠিক শিক্ষা পাবে এবং পড়াশুনায় উৎসাহ পাবে।প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন,শিক্ষা জাতীর মেরুদন্ড। তাই আমাদের সকলের উচিত শিক্ষা গ্রহনের পাশাপাশি আপনাদের মতো মাবনসেবায় আত্ননিয়োগ করা। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা কে.এম.খালেদ রেজা,সকল শিক্ষক-শিক্ষীকা,এলাকার মুরুব্বিগন,শিক্ষার্থীদের অভিভাবক।তাছাড়া এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজিমউদ্দিন ভূঁইয়া নাহিদ,সাধারন সম্পাদক রিফাত কাজী, প্রতিষ্টাকালিন সদস্য মো:কামরুজ্জামান রতন,জাহিদ আহম্মেদ,সহ-সভাপতি হাসিবুর অভি সহ তামান্না,শুভ কাজী,প্রান্ত সরকার,সোলায়মান,সৈকত,আশা,সাথী,ঈশিতা,শাহিন সহ অনেকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment