ভুঁইফোড়’ অনলাইন চিহ্নিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

গণমাধ্যমের চরিত্রের বাইরে গিয়ে বস্তুনিষ্ট খবর পরিবেশনের পরিবর্তে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ভিত্তিহীন সংবাদ প্রকাশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন ‘ভুঁইফোড় অনলাইনগুলো চিহ্নিত করা হচ্ছে’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ চলছে বলেও জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে যাত্রা শুরু করেছি। আশা করছি শিগগিরই সাংবাদিকরা এর সুফল পাবেন।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে। আরও আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।’

বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে।’ 

এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তাৎক্ষণিক সংবাদ পরিবেশন ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোড় পোর্টালগুলো বাদ পড়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে।’ 

অনেক সাংবাদিক ভুয়া অ্যাক্রেডিটেশন কার্ড ব্যবহার করছেন বলেও এসময় জানান হাছান মাহমুদ। 

এদিকে মন্ত্রিসভার একটি সূত্র জানিয়েছে, এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে আরও দু’মাসের মতো সময় লাগতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment