নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নে ইজিবাইক উলটে আহত ৪

নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নে ইজিবাইক উলটে আহত ৪

বসির আহামেদ , ইউনিয়ন প্রতিনিধি, নবাবগঞ্জ,

ঢাকা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের সোনাগাওঁ এলাকায় ইজিবাইক উলটে ৪জন আহতের খবর পাওয়া গিয়াছে। কোমড়গঞ্জ থেকে উলাল নামক এলাকায় যাওয়ার সময় বাহ্রা ইউনিয়নের সোনারগাঁওয়ে ঢুকতেই প্রথম মোচড়েই ইজিবাইক উল্টে গেলে এ ঘটনাটি ঘটে, আহতদের সাথে থাকা অবিভাবক মজিবুর (৬২)নামে এক যাত্রীর কাছে জানা যায়,তারা পরিবার পরিজন নিয়ে আত্মীয় বাড়ি বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে রওয়ানা দেন, কোমরগন্জ বটতলা এলাকা থেকে ইজিবাইক ঠিক করেন। তিনি বলেনঃ বাহ্রা ব্রীজটি পাড় হওয়ার পর ইজিবাইকের চালক (অজ্ঞাত)খুব দ্রুত গতিতে গাড়িটি চালান, তার পর সোনারগাওঁ’র মোচরটাতেও খুব দ্রত গতিতে গাড়িটা ঘোরাতে গিয়ে গাড়িটা উলটে যায়। এ অবস্থায় এলাকার লোকজন আহতদের অপর একটি ইজিবাইকে করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতের সবার বাড়িই কোমরগঞ্জ গ্রামের ওয়াদুদ চেয়ারম্যানে বাড়ির পাশে,কর্তব্যরত ডাক্তার জানান একজনকে ভর্তি রাখা হয়েছে বাকিরা কেউ মাথায়, কোমরে, হাতে মারাত্মক ব্যাথা পেয়েছে বলে চিকিৎক জানান। আহতদের মধ্যে অজ্ঞাত নামে এক মহিলা সোহেল (৩৮) তানিয়া নামক ১২ বছরের একটি বাঁচ্চা ছিল। এব্যপারে এলাকাবাসী ও উপস্থিত দর্শকের জানান আজকাল অনুমতি বিহীন যানবাহনের কারনে সাধারণ যাত্রীদের হয়রানি এবং মারাত্মক দূর্ঘটনার কবলে পরতে হচ্ছে তাই এসব যানবাহনের আইনের আওতায় আনা অতিব জরুরী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment