ভারতীয় দুটি জেট বিমান ভূপাতিত করল পাকিস্তান, পাইলট আটক

কাশ্মীরে নিজেদের আকাশসীমানায় ভারতীয় বিমানবাহিনীর দুইটি জেটে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এ সময় এক পাইলটকে আটক করা হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফ্ফারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান গুলি করে ভারতীয় দুটি জেট বিমান ভূপাতিত করেছে। এর একটি বিমান পাকিস্তানের নিয়ন্ত্রিত অঞ্চল (আজাদ জম্মু এবং কাশ্মীর) এবং অন্যটি ভারত নিয়ন্ত্রিত অঞ্চল কাশ্মীরে পড়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে দেশটির জইশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় হামাল চালায় ভারতের বিমানবাহিনী।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এর জবাব দিতেই ভারত এ হামলা চালায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment