মাদকের বিরুদ্ধে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে সরকার

প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেন, অপরাধবোধের উপলব্ধি থেকেই আত্মসচেতন হয়ে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করছে। তারা যাতে নতুন কিছু করতে পারে, সে জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য মাহফুজুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সর্বাত্মক উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের মাটিতে যেমন জঙ্গিবাদ শেকড় গাড়তে পারেনি, তেমনি মাদকও নিয়ন্ত্রণে আসবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে সামাজিক ও রাজনৈতিকভাবে সংসদ সদস্যসহ স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে যারা মাদকাসক্ত, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পরিবারকে সহায়তা করা হচ্ছে। আর যারা মাদক ব্যবসায় যুক্ত, তারা এ ব্যবসা ছেড়ে যাতে নতুন কিছু করতে পারেÑ সে জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা পেয়ে তারা যাতে অন্য নতুন ব্যবসা করে ভালোভাবে চলতে পারে, সে ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছি। জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধেও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, জনসচেতনতামূলক কর্মসূচির কারণে এখন অনেকের মধ্যে উপলব্ধি এসেছে যে মাদক বিক্রি বা পরিবহন অপরাধ। এ কারণে তারা অপরাধবোধ থেকে আত্মসমর্পণ করছে।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, মাদকদ্রব্য উদ্ধার ও দমন অভিযানে ২০১৮ সালে আইন প্রয়োগকারী সংস্থা এক লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা করেছে। এসব মামলায় এক লাখ ৬১ হাজার ৩২৩ জনকে আসামি করা হয়েছে।

২০০৯ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মাদকবিরোধী প্রচারাভিযানে ৩৫ লাখ ৮৫ হাজার ৭৯৬টি লিফলেট, এক লাখ ৮৩ হাজার ১৪৮টি স্টিকার, ১০ লাখ ১৭ হাজার ১৭১টি পোস্টার, এক লাখ ২ হাজার ৮০২টি বুলেটিন প্রকাশ এবং ৬৪ হাজার ৪৩৬টি আলোচনাসভা হয়েছে।

নিজের নিরাপত্তাজনিত কারণে রাস্তায় যানজট যাতে না হয়, সে জন্য বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলতে গেলে বের হওয়াই ছেড়ে দিয়েছি। আমি বের হলেই রাস্তায় যানবাহন আটকে দেয়। এ জন্যই অফিস ও কোথাও যদি কর্মসূচি থাকে, সেখানে ছাড়া আর কোথাও যাওয়াই হয় না।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন ক্ষমতায় আসি, দেখি, প্রধানমন্ত্রীর বহরে ৫২টি গাড়ি। আমি তা কমিয়ে ৮টি রাখার নির্দেশ দিয়েছি, নিরাপত্তার জন্য প্রয়োজনের অতিরিক্ত গাড়ি যেন না থাকে। তিনি আরও বলেন, রাজনীতি করি দেশের মানুষের জন্য। নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করি। এ কারণে মানুষের কী ভালো, কোনটা ভালো না, তা জানার চেষ্টা করি। সেই অনুযায়ী সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করি। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। কাজেই এটা আমাদের কর্তব্য। দায়িত্বটাকে কর্তব্য হিসেবে নিয়েছি। ক্ষমতাটা ভোগ করার বিষয় নয়, জনসেবা করার বিষয়। এ কারণেই মানুষের কল্যাণে কাজ করি। প্রধানমন্ত্রী বলেন, যারা সিগন্যাল নিয়ন্ত্রণ করেন তাদের বলব, বেশি সময় যেন ট্রাফিকে আটকে রাখা না হয়। ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ হলে জনদুর্ভোগ কিছুটা কমে আসবে বলেও তিনি জানান।

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা ট্রাফিক নিয়ম মানি না। পাশাপাশি রাস্তা-ফুটপাত দখল করে এখানে-সেখানে গাড়ি থামানো, পার্কিং করায় অনেক সমস্যা সৃষ্টি হয়। এটা না করে পরিকল্পিতভাবে সবাই চললে হয়তো এত সমস্যা হতো না।

তিনি আরও বলেন, রাজধানীর যানজট নিরসনে গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। আমরা যখনই সরকারে আসি তখনই গণপরিবহন ব্যবস্থার ওপর জোর দেই। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বিআরটিসিসহ গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। কারণ বিআরটিসি লাভজনক নয়। আমরা ক্ষমতায় এসে আবার বিআরটিসিকে শক্তিশালী করার পদক্ষেপ নেই। অনেক বাস কিনি। কিন্তু আন্দোলনের নামে বিএনপি-জামায়াত তিন থেকে চারশ বিআরটিসির বাস পুড়িয়ে দিয়েছে। দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর যানজট সমস্যা নিরসনে গত ১০ বছরে বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা মহানগরী যানজটমুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ বন্ধ করে অটোমেটিক এবং রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ শুরু করা হবে। তিনি বলেন, রাজধানীর চারপাশে ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য পিপিপি পদ্ধতিতে বংশী-ধামরাই, ধলেশ্বরী-সিঙ্গাইর, ইছামতি-সিরাজদিখান ও সাভারে হাইরাইজ অ্যাপার্টমেন্ট প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সাংসদ আছলাম হোসেন সওদাগরের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে বিভিন্ন টিভি চ্যানেল তাদের সম্প্রচার কাজ সম্পন্ন করতে পারছে। এটি ব্যবহার করে বেসরকারি একাত্তর, সময়, বৈশাখী ও এনটিভি সরাসরি সম্প্রচার করছে। এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাসপ্রাপ্তির সুবিধা গ্রহণ করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment