বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণসভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংগঠনের ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণসভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠান ১ মার্চ শুক্রবার বগুড়ার আদমদিঘী উপজেলার শখের পল্লী বিনোদন কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হক দ্বি-বার্ষিক সভার আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত খসড়া প্রতিবেদন উপস্থিত সকল সদস্যদের সামনে উপস্থাপন করেন। এসময় বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, আদমদিঘী থানার পুলিশ পরিদর্শক আবু মুসা, দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাগর খান, শেরপুর নৃত্যাঞ্জলি আর্টস একাডেমী সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর আলী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, পরিমল বসাক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক বাদশা আলম নির্বাহী সদস্য আরিফুজ্জামান হীরা, শরিফ উদ্দীন সাকিদার, সাংবাদিক নাহিদ হাসান রবিন, প্রভাষক শফিকুল ইসলাম, সৌরভ অধিকারী শুভ, আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম বাবলু, উত্তম সরকার, আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম, ইফতেখার আলম, পলাশ সরকার, আরিফুর রহমান, ইউনুস আলী, শুভ কু-ু, লিমন হাসান, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, জিয়াউদ্দিন লিটন, নাজমুল হাসান নয়ন, হেলাল উদ্দিন, বিমান মৈত্র উপস্থিত ছিলেন। সভায় সাধারণ সম্পাদকের আয়-ব্যায় হিসাব-নিকাশের খসড়া প্রতিবেদনটিসহ প্রথম পর্যায়ে ২জন আজীবন সদস্য, ৩জন সহযোগী সদস্য, নতুন সদস্য অর্ন্তভূক্তিকরণ এবং গঠনতন্ত্রের কিছু বিষয়টি সংশোধন ও সংযোজনের কতিপয় সিদ্ধান্ত সকলের সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় দ্বি-বার্ষিক মেয়াদী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাধারণ সভায় নির্বাহির কমিটি বিলুপ্ত ঘোষণা করা করে সংগঠনের আজীবন সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো কে চেয়ারম্যান ও সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামকে সদস্য সচিব, মোজাফ্ধসঢ়;ফর আলী, প্রভাষক শফিকুল ইসলাম ও জিয়াউদ্দিন লিটনকে সদস্য করে ৫সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন পূর্বক আগামী ৩০দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে উপস্থিত সাংবাদিকদের পরিবার পরিজন নিয়ে শখের পল্লী বিনোদন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এক প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment