রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার ক্রমাগত ‘ফাঁকা প্রতিশ্রুতি’ দিচ্ছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ক্ষোভ হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদে খোলাখুলি ভাবে তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার ক্রমাগত ‘ফাঁকা প্রতিশ্রুতি’ দিয়ে চলেছে এবং নানা বাধা তৈরি করছে। ফলে, উপযুক্ত পরিবেশের অভাবে একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় ফিরতে চায়নি।’

তিনি বলেন, এখন আর একজন শরণার্থীও নেওয়া সম্ভব নয়। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকায় হতাশ এবং ক্ষুব্ধ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে মিয়ানমারের ওপর সত্যিকারের চাপ তৈরির আর কোনো বিকল্প নেই।

মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক প্রয়াসের নতুন উদ্যোগ আমরা নিয়েছি। আশা করছি খুব দ্রুত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে, কিন্তু মিয়ানমারকে চাপ না দিলে, বাধ্য না করতে পারলে এই সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হবেনা।

অন্যদিকে নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া তাদের অবস্থান পুর্নব্যক্ত করেছে। চীনা দূতকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে চীন মনে করে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা এবং সমাধান তাদেরই খুঁজে বের করতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment