উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কাদের

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কাদের

উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা দেয়া হবে।

বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায় বলে জানিয়েছেন সেদেশে বাংলাদেশ দূতাবাসের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন।

এর আগে সোমবার বিকেল ৪টা ১৩ মিনিটে ওবায়দুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী সিঙ্গাপুরে গেছেন।

এ ছাড়া ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে কাদেরকে দেখভাল করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন মাউন্ট এলিজোবেথ হাসপাতালের দু’জন চিকিৎসক, একজন নার্স ও একজন টেকনিশিয়ান।

গতকাল রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে রাখা হয়। ভর্তির পরপরই চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। সন্ধ্যায় উড়িয়ে আনা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের।

এরপর সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুরোধে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তিনি চিকিৎসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে কাদেরকে দ্রুত সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন।

তার পরামর্শে প্রধানমন্ত্রী মত দিলে সব প্রস্তুতি নেয়া হয়। সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়। হাসপাতাল থেকে কাদেরকে আইসিইউ-সিসিইউ সুবিধার বিশেষ অ্যাম্বুলেন্সে বেলা পৌনে ৪টার দিকে বিমানবন্দরে নেয়া হয়। এরপর বিকেল ৪টা ১৩ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ছেড়ে যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment