ওবায়দুল কাদেরকে দেখে যা বললো সিঙ্গাপুরের ডাক্তাররা

ওবায়দুল কাদেরকে দেখে যা বললো সিঙ্গাপুরের ডাক্তাররা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে গেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই চিকিৎসক দলটি বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউতে)প্রবেশ করেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এ চিকিৎসক দলটি ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ শেষে তারা ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন। বোর্ড মিটিংয়ে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার উন্নতি-অবনতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে।

জানা গেছে বোর্ড মিটিংয়ে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া না নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।তাকে স্থানান্তর ঝুঁকিমুক্ত হলে আজই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হতে পারে।

তবে ওবায়দুল কাদেরকে বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত এই বৈঠকে না হতে পারে। কারণ ওবায়দুল কাদেরের চিকিৎসায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিকে আনা হচ্ছে। ভারতের এই চিকিৎসক আজ সোমবার বেলা ১২টায় একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন।

ডা. দেবী শেঠিকে গ্রহণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ডা. দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখার পর মেডিকেল বোর্ডের সঙ্গে বসবেন। দুপুর অনুষ্ঠেয় ওই বৈঠকে ওবায়দুল কাদেরকে বিদেশে স্থানান্তর ও চিকিৎসার পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলটি ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।এ বিষয়ে বিস্তারিত বেলা ১১টায় একটি সংবাদ ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment