থেমে গেল রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা

থেমে গেল রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা

শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান। ফিরতি লেগে ঘরের মাঠে আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিল তারা। দুই লেগ মিলে ৫-৩ গোলের ব্যবধানে হার লস ব্ল্যাঙ্কোসদের। অন্যদিকে, বরুশিয়াকে হারিয়ে নক আউট পর্বে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হস্পার।

ঘরের মাঠ বার্ন্যবুতে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকায় এক গোলের ব্যবধানে এ ম্যাচে জিততেই হবে স্বাগতিক মাদ্রিদকে, এমন সমীকরণের ম্যাচে শুরুতেই ধাক্কা খায় রিয়াল। ৭ মিনিটে হাকিমের গোলে পিছিয়ে পড়ার ১১ মিনিট পর আয়াক্সের হয়ে সেই লিড দ্বিগুণ করেন ডেভিড নেরাস। প্রথমার্ধে দুটি পরিবর্তন আনেন রিয়াল বস। কিন্তু তাতেও ফেরেনি রিয়ালের ভাগ্যে।

উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো পিছিয়ে পড়ে তারা। বদলি নামা এসেনসিও একটি গোল পরিশোধ করলেও, ৭২ মিনিটে লেস চোওনের গোলে করুন হার মেনে নিতে হয় মাদ্রিদস্থানদের। এ হারে লা-লিগা, কোপা দেল রে’সহ সব ট্রফি জয় থেকে এ মৌসুমে বঞ্চিত থাকতে হবে রিয়াল মাদ্রিদকে।

অন্যদিকে, দুর্দান্ত এমন জয়ে ২২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠলো ডাচ ক্লাব আয়াক্স।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment