উপজেলা পরিষদ নির্বাচন | নবাবগঞ্জে ৫ ও দোহারে ১ প্রার্থীদের মনোনয়ন বাতিল

উপজেলা পরিষদ নির্বাচন | নবাবগঞ্জে ৫ ও দোহারে ১ প্রার্থীদের মনোনয়ন বাতিল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জের ১জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দোহারে ১জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
বুধবার ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
যাচাই-বাছাই কালে প্রার্থীর ৫জন সাক্ষির দু’জন অনুপস্থিত থাকায় দোহারের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বেপারীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, নবাবগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোল্লা ওমর ফারুকসহ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান খান, নুরুল আলম আতিকী, চন্দন মন্ডল, মুশফিকুর রহমান পলাশের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এব্যাপারে নিশ্চিত হতে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে প্রার্থী আরিফুর রহমান খান মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করে বলেন, বাতিলের বিরুদ্ধে আমি আপিল করবো।
বৈধ প্রার্থীরা হলেন- নবাবগঞ্জের চেয়ারম্যান পদে- আওয়ামীলীগের আব্দুল বাতেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী- মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আব্দুর রাজ্জাক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন। নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।
দোহারে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আলমগীর হোসেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment