ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও অনুশীলনে এই ফুটবলার

ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও অনুশীলনে এই ফুটবলার

ফুটবল মানে তার কাছে বিশেষ কিছু, বেঁচে থাকার অনুসঙ্গের মধ্যে অন্যতম। না হলে কি এই অবস্থায় কেউ ফুটবলে পা রাখেন! যে সময়ে অন্য নারীরা পা ফেলার আগেও কয়েকবার করে দেখে নেন, সেই সময়ে পিলে চমকে দেওয়া কাজ করলেন সিডনি লিরাক্স। ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও অনুশীলনে নেমে গেলেন যুক্তরাষ্ট্রের তারকা এই নারী ফুটবলার।

যুক্তরাষ্ট্র ও কানাডার নারী ফুটবলে লিরাক্স রীতিমতো রোল মডেল। তার এই কাজটিও উদাহরণ হিসেবে দেখছে অনেকে। ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও অনুশীলনে নামার কারণে প্রশংসার জোয়ারে ভাসছেন ২০১২ অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ জেতানো লিরাক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে লিরাক্সের ছবি পোস্ট করে অনেকেই এই নারী ফুটবলারের স্তুতিতে মেতে উঠেছেন।

কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে জন্ম নেওয়া লিরাক্স যুক্তরাষ্ট্রেরও নাগরিক। দুই দেশের জাতীয় দলেই খেলার সুযোগ ছিল তার। লিরাক্স বেছে নেন যুক্তরাষ্ট্রকে। তবে এরআগে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন তিনি। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২০ দলে খেলার পরেই ডাক পেয়ে যান জাতীয় দলে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

ফিট থাকতে সব সময়ই ঘাম ঝরান লিরাক্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হয়ে ৭৭ ম্যাচে ৩৫ গোল করা এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে অবশ্য কানাডাকেই বেছে নিয়েছেন। ফ্লোরিডার ক্লাব ওরল্যান্ডো প্রাইডের হয়ে খেলেন লিরাক্স। মৌসুম শুরুর আগে অনুশীলন শুরু করেছে দলটি। দলের শুরুতে নিজেকে আটকে রাখতে পারেননি ফুটবলকে জীবনের বড় অংশ বানিয়ে ফেলা লিরাক্স। গিয়ে যোগ দিয়েছেন সতীর্থদের সঙ্গে।

২০১৮ থেকে ওরল্যান্ডো প্রাইডের হয়ে খেলেছেন লিরাক্স। ছবি: সংগৃহীত

অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধমে পোস্ট করেছেন লিরাক্স। ক্যাপশনে লিখেছেন, ‘সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় প্রাক মৌসুমের অনুশীলন শুরু করতে পারব বলে আমার মনে হয়নি। কিন্তু শুরু করেই দিলাম।’ ইংলিশ ক্লাব নরউইচ সিটির সাবেক স্ট্রাইকার ডম ডয়ারের সঙ্গে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিরাক্স। তাদের একটি পুত্র সস্তান আছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment