রূপ-লাবণ্যে বয়ফ্রেন্ডকে আকৃষ্ট করতে চান! শাস্ত্র অনুযায়ী কয়েকটি টিপস

রূপ-লাবণ্যে বয়ফ্রেন্ডকে আকৃষ্ট করতে চান! শাস্ত্র অনুযায়ী কয়েকটি টিপস

নিজের মনের মানুষকে রূপ লাবণ্যে ভরিয়ে তোলার স্বপ্ন অনেক মেয়েই দেখে থাকেন। তবে বহু ফেসপ্যাক বা রূপচর্চার পরও কিছুতেই সমস্যার সমাধান হয় না। শাস্ত্রজ্ঞরা বলছেন , এই সমস্যার সমাধান হতে পারে জ্যোতিষমতেই। যদি জন্মছকের শুক্রগ্রহকে খানিকটা উজ্জ্বল করে তোলা যায় তাহলেই রূপ লাবণ্যে মনের কাছের মানুষকে ভরিয়ে তোলা যায়।

কিভাবে শুক্রকে উজ্জ্বল করতে পারবেন?
জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, সাদা পোশাক বেশি পড়তে। শুক্রগ্রহের ইতিবাচক প্রভাবকে নিজের ওপর রাখতে এমনই পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। সাদা পোশাক পরলে, সমাদর, ও সম্মান দুই বাড়বে।

এলাচের জলে স্নান!
শাস্ত্রজ্ঞদের দাবি, এলাচের জলে স্নান করলে শুক্রের সুখকর প্রভাব পড়ে ব্যক্তির ওপর। স্নানের সময় জলের মধ্যে এলাচ ফেলে দিয়ে স্নান করুন, এতে ইতিবাচক ফল পাওয়া যায়।

রুপো বা প্ল্যাটিনামের গয়না!
রুপো বা প্ল্যাটিনামের গয়না পরলে শুক্রগ্রহ রীতিমত উজ্জ্বল হয়। এতে জীবনে শান্তি আসার সঙ্গে সঙ্গে রূপ এবং লাবণ্য আরও বেশি জেগে ওঠে। এমনই পরামর্শ জ্যোতিষবিদদের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment