দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

Sony showroom

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে দোহার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপজেলার রতন স্বাধীনতা চত্তর সংলগ্ন আওয়ামীলীগের পার্টির অফিসের সামনে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান পদে মো.আলমগীর হোসেন টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেন।আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার।আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।শেষে বর্নাঢ্য আয়োজনে ফুল দিয়ে বরন করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনকে।

আসছে ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন দুইজন। তাদের মধ্যে একজন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী আমেরিকা প্রবাসী নুরুল ইসলাম বেপারী। গত বুধবার আগারগাওঁ নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাইয়ের সময় ভোটার সাক্ষর জটিলতার কারনে নুরুল ইসলাম বেপারীর মনোনয়নটি বাতিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।অন্যদিকে আওয়ামীলীগের প্রার্থী মো.আলমগীর হোসেনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন।ঘোষনার পর-পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় টানা দ্বিতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান হিসাবে জয়ের নিশানার সংবাদ প্রকাশ পায়।

গত ২০১৫ সালে দোহার উপজেলা চেয়ারম্যান মরহুম কামরুল হুদার মৃত্যুতে শুন্য হয় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ।সে বছর ২১ সেপ্টেম্বর উপ-নির্বাচনে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো.আলমগীর হোসেন। তৎকালীন সময়ে উপ-নির্বাচনে তিনি ৫২ জাজার ৭৩২ টি ভোট পেয়ে বিজয়ী হন।তার প্রতিদ্বন্দি ছিলেন বিএনপি সমর্থিত সিরাজুল ইসলাম ভুলু ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

চেয়ারম্যান আলমগীর হোসেন বেক্সিমকো গ্রুপের মিডিয়া পরিচালক এবং আনন্দভুবন পত্রিকার প্রধান সম্পাদক।এছাড়াও তিনি একজন সাংবাদিক,কলামিষ্ট,দোহার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য।তিনি ১৯৬২ সালের ৬ই মার্চ দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ভ’-তত্ব বিভাগে অনার্সসহ এমএসমি ডিগ্রী লাভ করেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment