হীরা দিয়ে মোড়ানো বিমানের রহস্য উন্মোচন

হীরা দিয়ে মোড়া একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়। এরপরই প্রশ্ন দেখা দেয় সেটা কি সত্যই হীরা দিয়ে মোড়ানো কিনা। অবশেষে সামনে এসেছে আসল ঘটনা।

ওই ছবিতে দেখা গেছে, এমিরেটস বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে। আর সেটির বাইরের অংশ হীরা দিয়ে মোড়ানো। ছবিটি দেখেই অনেকে ভাবতে শুরু করে, এমিরেটস হয়তো প্রথমবার হীরা দিয়ে মোড়ানো বিমান তৈরি করেছে।

শেষপর্যন্ত সব ধোঁয়াশা দূর করে বিমান সংস্থাটি টুইট করে জানিয়েছে, এটি শুধুই একটি ছবি। বাস্তবে এমন কোনও বিমানের অস্তিত্ব নেই। কম্পিউটার ও প্রযুক্তির সাহায্যে সারা শাকিল নামের একজন ক্রিস্টাল আর্টিস্ট এমন অনবদ্য কাজ করেছেন।

আরো পড়ুন: মনোনয়ন না দেওয়ায় বিএনপির গুলশান কার্যালয়ে ভাঙচুর

এমিরেটস ‘ব্লিং’ ৭৭৭ বিমানের এমন চোখ ধাঁধানো ছবিটি তৈরি করে গত ৪ ডিসেম্বর সারা নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। ফলে এমন ছবি পোস্ট হতেই সাড়া পড়ে যায়। এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে সেটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment