নিউজিল্যান্ডে হামলায় চার বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। রবিবার সংবাদ সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এ ছাড়া স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আরও দুই বাংলাদেশির নিহত হওয়ার বিষয়টি জানা গেছে।

এ পর্যন্ত শনাক্ত হওয়া নিহত দুই বাংলাদেশি হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুস সামাদ ও সিলেটের হোসনে আরা আহমেদ।

এদিকে নিউজিল্যান্ডের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জের মো. ওমর ফারুক ও চাঁদপুরের মোজাম্মেল হক এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া নরসিংদীর জাকারিয়া ভুঁইয়াও নিখোঁজ রয়েছেন।

তবে জাকারিয়ার বাবা আব্দুল বাতেন ভূঁইয়া দাবি করছেন, শুক্রবার জুমার নামাজ পড়তে আল নূর মসজিদে গিয়ে ছিলেন তার ছেলে। এরপর তার এক সহকর্মী ফোন করে জানায়, সেখানের এক মসজিদে গোলাগুলি হয়েছে। এতে জাকারিয়া গুরুত্বর আহত হয়েছে। এর কিছুক্ষণ পরে আবার খবর আসে জাকারিয়া আর নেই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment