জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন মমতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এই বাঙালি নেতা। টাইমস অব ইন্ডিয়া।

টুইটে মমতা লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা।’ মমতার সংক্ষিপ্ত টুইটে রিটুইট করেন প্রায় দুইশ’ মানুষ। গৌতম দাস নামে ব্যক্তি লিখেছেন, ‘তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের এক সম্ভাবনাময় দেশে।’

জ্যোতি চৌধুরী লিখেছেন, ‘শেখ মুজিবুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা। ওনার জন্মবার্ষিকীতে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।’

এদিকে, রবিবার সকালে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment