দোহারে অভিযানের পরও থামছে না প্রভাবশালীদের মাটি উত্তোলনের উৎসব

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দৈনিক আগামির সময় পত্রিকাসহ একাধিক জাতীয় পত্রিকায় দোহারে খালের জমি দখল ও প্রভাবশালীদের খাল ও নদীতীরবর্তী জমিতে ড্রেজার, কাটার ও শ্যালো মেশিন বসিয়ে চলছে মাটি উত্তোলনের উৎসব।এ ঘটনায় প্রশাসনের অভিযানের পরও থামছে না প্রভাবশালীদের মাটি উত্তোলনের উৎসব। গত শনিবার ও রোববার উপজেলার চর লটাখোলা ও পশ্চিম লটাখোলার বটতলা,নারিশা ও মুকসুদপুরের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অনুসন্ধানে দেখা যায় নদীর পানি চলাচল বাধ দিয়ে বন্ধ করে তাতে মেশিন বসিয়ে পানি সেচে কাটার মেশিন ও ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।স্থানীয়রা জানান,প্রতিবছর শুষ্ক মৌসুমে প্রভাবশালী একাধিক বালু ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে মাটি উত্তোলন করছে।এই মাটি আবার ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা হচ্ছে।বর্তমানে ট্রাক প্রতি বালু বিক্রি হচ্ছে ১৭০০ টাকা করে।স্থানীয়রা আরোও জানান,সম্প্রতি সমকালে সংবাদ প্রকাশের পর গত সপ্তাহে উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের পাচঁটি শ্যালো মেশিন ও ড্রেজার মেশিন আগুনে পুড়ে ধ্বংস করা হলেও তারা পুনরায় আবার সক্রিয় হয়ে উঠেছে।উপজেলার চর লটাখোলা ও পশ্চিম লটাখোলার বটতলা নামক স্থানে বর্তমানে পদ্মার শাখা খালের বিভিন্ন স্থানে বাধ দিয়ে মাটি উত্তোলনের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে এবং মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে।দখল ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এ সময়ে তারা বিষয়টিতে সুদৃষ্টি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান স্থানীয়রা। এইরকম আরোও দখলের অনুসন্ধানীতে দেখা যায় যে,উপজেলার নারিশা,মালিকান্দা,মেঘুলা,উত্তর শিমুলিয়া খালে একশ্রেনীর লোভী প্রভাবশালীরা খালের জমি ভরাট করে তাতে দোকান- পাট,মসজিদ-মাদ্রাসা ও বাড়ি-ঘর নির্মান করেছেন। এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান,গত সপ্তাহে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাচঁটি মাটি কাটার ও শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আবারও বসলে অভিযান চালানো হবে।এছাড়াও উপজেলার বিভিন্ন খালের কিংবা সরকারি জলাশয়ের জায়গা ভরাট করার কারো এখতিয়ার নাই।যদি কেউ খাল কিংবা জলাশয়ের জমি ভরাট করে দখল করেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দোহার উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সমকালকে জানান,বিষয়টি নিয়ে উপজেলা পরিষদেও মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে I

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment