পুঁজিবাদের একটি বিস্তৃত কাঠামোই হচ্ছে বিশ্বায়ন, বলেছেন অধ্যাপক ড. জিয়া রহমান

(২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, পশ্চিমারা বিশ্বায়নের নামে সস্তা শ্রমের খোঁজেই বিভিন্ন দেশে শ্রমিক খোঁজা শুরু করে। এটি থেকেই আসলে অভিবাসন বিষয়টি চলে আসে এবং সে সব দেশে অধিবাসিরা বসবাস শুরু করে।

(৩) ইনডিপেনডেন্ট টেলিভিশনের ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি বলেন, তাদের ইতিহাসের অনেকটা জুড়েই রয়েছে অধিবাসিরা। তারা তাদের নিজেদের আর্থ সামাজিক প্রয়োজনেই অধিবাসিদের গ্রহন করেছে। তখনকার আমেরিকান নীতি নির্ধারকরা এটা বুঝতেও পেরেছিল। অধিবাসিদের ফলে একটি ইউনাইটেড আমেরিকার জন্ম হতে যাচ্ছে। পরবর্তিতে সেটা বিভিন্ন মতাদর্শের জন্ম দিয়েছিল। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের উপর ঘৃণার জন্ম হয়। এটি থেকেই মূলত বর্ণবাদ থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সৃষ্টি হয়।

(৪) সন্ত্রাসবাদ সর্ম্পকে তিনি বলেন, গত কয়েক বছরে বিশেষ করে নাইন-ইলেভেনের পরে একটি ট্রেন্ড চালু হয়েছিল, সন্ত্রাসবাদের সাথে সরাসরি ইসলামকে জড়িয়ে ফেলা। বেশিরভাগ উন্নত দেশই সন্ত্রাস, জঙ্গীবাদ যাই হতো না কেন তার সাথে ইসলামকে জড়িয়ে ফেলত। এখন সেই বিষয়টি থেকে আশা করি সবাই সরে আসবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment