ডাকসু নির্বাচনে দায়িত্বহীনতা ও অযোগ্যতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, বললেন আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ২৮ বছর পর অনুষ্টিত ডাকসু নির্বাচনে অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দায়িত্বহীনতা ও অযোগ্যতার কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র : ডিবিসি

৩. তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থী মূলত কেউ প্রশাসক নয়। কিন্তু এরাই প্রশাসনে থাকেন। ডাকসু নির্বাচনে ভুল, ত্রু টি ও দায়িত্বহীনতার কারণে যা অনিয়ম হয়েছে পিছনে ফিরে সেগুলোর সমাধান করা সম্ভব নয়। তবে দ্রুততম সময়ে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনগণের কাছে সুস্পষ্ট তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারলে ভালো হবে।

৪. সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজনৈতিক কর্মকান্ডের জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠু রাখা প্রয়োজন।

৫. তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও শিক্ষার্থীদের সার্বিকদিক আন্তরিকভাবে আলোচনা করে ডাকসুর কার্যক্রম চালুর মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment