বলিউডে পা রাখছেন মিঠুনের ছোট ছেলে নামাশি

মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো হিন্দি সিনেমার জগতে আগেই পা রেখেছেন। এবার বলিউডে অভিষেকের অপেক্ষায় আছেন মিঠুনের ছোট ছেলে নামাশিও। তার প্রস্তুতিও চলছে।

আত্মবিশ্বাসী নামাশির রোল মডেল তার বাবা মিঠুনই। তবে বাবার নাম ভাঙিয়ে বলিউডে সুযোগ পেতে চান না নামাশি। বরং নিজের যোগ্যতাতেই নায়ক হতে চান তিনি। এর মধ্যেই বিভিন্ন ছবির অডিশনে যোগ দিচ্ছেন নামাশি।

মিঠুন একসময় বলিউড মাতিয়েছেন। ‘ডিস্কো ড্যান্সার’ থেকে ‘পেয়ার ঝুকতা নেহি’, বলিউডে তার হিট ছবি নেহাত কম নয়। তবে তার বড় ছেলে মিমো এখনও পর্যন্ত বলিউডে বিশেষ কিছু করতে পারেননি। এখন নামাশি বলিউডে পা দিয়ে বাবার মতো জনপ্রিয়তা পান কিনা, সেটাই দেখার বিষয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment