মেরুল বাড্ডায় প্রাইভেটকার চালককে গুলি করে হত্যা

রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে জুলহাস হোসেন (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।

জুলহাস সাভার ভাকুর্তা গ্রামের মৃত সোলাইমানের ছেলে। তিনি পশ্চিম মেরুল বাড্ডার একটি ৬ তলার ৩য় তলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং ইপিজেড’য়ে কর্মরত ছিলেন। তিনি ৩ ছেলের জনক ছিলেন এবং তার স্ত্রীর নাম জেমি। ২ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

নিহতের বড় বোন সমমেহের বলেন, মা আম্বিয়া খাতুন অসুস্থ তাই তার জন্য ঔষধ কিনতে বাসার পাশে ফার্মেসীতে যাচ্ছিল জুলহাস। এমন সময় অল্প বয়সী দুই যুবক তার কাছে আসে । যুবকরা তাকে বাসার কিছুটা সামনে নিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ এবং আহত জুলহাসের চিৎকার শুনে আসপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা গুলিবিদ্ধ জুলহাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

কি কারনে জুলহাস খুন হয়েছেন তা তার পরিবার জানাতে পারেনি । পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment