কোহলির সমান হতে চান বাটলার

২. ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই নম্বর একে আছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আর তাকেই ছুঁইতে চান ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। তিনি মনে করেন তার সমান যাওয়া সম্ভব অসম্ভব কিছু নয়। সম্প্রতি মেইল অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

৩. তিনি বলেন, ‘আমি জানি আরো উঁচু পর্যায়ে উঠতে পারি। সেটি কোহলির মতো কেউ যে প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করে। সমস্যা নেই, একসময় এমন পর্যায়ে পৌঁছাতে পারব। তবে প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করার মানসিকতা রাখতে চাই।’

৪. অবশ্য পরিসংখ্যান বলছে কোহলির চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন বাটলার। টেস্ট ও ওয়ানডে ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলপতির সেঞ্চুরির সংখ্যা মোট ৬৬টি। অন্যদিকে, বাটলার তার ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৮টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ১টি টেস্টে ও বাকি ৭টি ওয়ানডে ম্যাচে। ফলে বাকি ক্যারিয়ারে ধারাবাহিক হতে পারলে কোহলিকে ছোঁয়া অসম্ভব নয় তার জন্য।

৫. গত তিন বছরে ৫১ ওয়ানডে খেলে ১৫ সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় দলপতি। সেই তুলনায়, বাটলারেরও দারুণ প্রতিভা আছে। তবে কোনো ভাবেই ধারাবাহিক হতে পারছেন না তিনি। অবশ্য গত আইপিএলে ১৩ ম্যাচে ৫৪৮ রান করে দারুণ ধারাবাহিকতার নজির গড়েছিলেন বাটলার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment