ভক্তদের জন্য নিজের নামে অ্যাপ নিয়ে আসলেন ডি ভিলিয়ার্স

২. দ. আফ্রিকা দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু একবারেই ক্রিকেট ছাড়েন নি ক্রিকেট বিশ্বে ৩৬০ ডিগ্রী খ্যাত এবি ডি ভিলিয়ার্স। বিভিন্ন দেশে ঘড়োয়া ফ্রাঞ্জাইজি ভিত্তিব টি-টোয়েন্টি বেড়ান তিনি। কিন্তু তিনি এখন ভক্তদের জন্য নতুন এক জিনিস নিয়ে উপস্থিত হন। সেটি হলো অ্যাপ যেটির নাম ‘এবিডি ক্যাম’। এটি একটি ক্যামরা অ্যাপ।

৩. এই অ্যাপটি মোবাইল ফোনে ডাউনলোড করে যে যত সেলফি তুলবেন, সে তত বেশি পয়েন্ট পাবেন। সেই নির্দিষ্ট পয়েন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে এবি ডি ভিলিয়ার্স ফাউন্ডেশনের ফান্ডে। সেই অর্থের পুরোটাই ব্যয় করা হবে দ. আফ্রিকার সুবিধাবঞ্চিত তরুণদেরা।

৪. টুইটারে তিনি ভক্ত ও অনুসারীর সংখ্যা প্রায় ৬৪ লাখ ৩০ হাজার। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা প্রায় ৭০ লাখ। তার নতুন এই উদ্যোগের খবরটি বিরাট কোহলির সাথে একটি ছবি টুইটারের মাধ্যেমে জানিয়েছেন। ছবিটির সাথে শিরোনামে তিনি লিখেছেন, ‘আমার সেলফি অ্যাপ এবিডিক্যাম ডাউনলোড করুন আর চ্যারিটিতে অংশ নিন।’

AB de Villiers

@ABdeVilliers17

Please download my selfie app ABDCAM and support my charity, it’s fun sharing cool cricketing selfies http://abdcam.jet8.app 

1,482 people are talking about this

Embedded video

AB de Villiers

@ABdeVilliers17

A big thank you for downloading the app. SO MUCH FUN!!! Please keep those selfies coming http://abdcam.jet8.app 

461 people are talking about this

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment