২. বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানকে নিয়ে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল (আইসিসি)। আজ ২০ মার্চ তামিম ৩০ বছরে পা রাখলেন। তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাথে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার উদযাপন করার ছবিটিও পোস্ট করেন।

২. ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি তাদের টুইটে ও ভেরিফায়েড ফেসবুকে পেইজে তামিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘১২, ৩০০ আন্তর্জাতিক রান। ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল।’

ICC

@ICC

12,400 international runs 🙌
21 international centuries 💯
The only 🇧🇩 player to score a century in all three formats 👏

Happy birthday to Bangladesh’s highest run-scorer and star opener, @TamimOfficial28!

360 people are talking about this

৩. তামিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। এছাড়া টেস্টে ৩০০০ এবং ওয়ানডেতে ৫০০০ হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশিদের মধ্যে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিমই প্রথম।

৪. তামিম এ পর্যন্ত খেলা ৫৮ টেস্টে ৯ সেঞ্চুরি মিলিয়ে করেছেন ৪৩২৭ রান। ৮৯ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে তার রান ৬৪৬০। আর ৭৫ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরিসহ রান করেছেন ১৬১৩।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment