নদী দখল ঠেকাতে কোনো বাধা মানা হবে না, বললেন নৌ প্রতিমন্ত্রী

ঢাকাসহ সারাদেশে নদী দখল ঠেকাতে কোনো বাধা মানা হবে না বলে সাফ জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কোলকাতার সঙ্গে সরাসরি নৌরুট চালুর পর ভারতের আসামের সঙ্গেও নৌ-যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছেন তিনি। সচিবালয়ে সকালে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। ইনডিপেন্ডেন্ট

ঢাকার অশাপাশের চার নদী দখলমুক্ত করতে চলছে টানা অভিযান। গত ২০ দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৫৪ একর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ।

তবে উদ্ধার কাজে বাঁধা হয়ে দাড়িয়েছে দখল করা জায়গায় গড়ে তোলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা উচ্ছেদের জটিলতা সমাধানে দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, সত্তর বছর পর ঢাকা থেকে কোলকাতা পর্যন্ত সরাসরি নৌযোগাযোগ চালু হচ্ছে ২৯ মার্চ। সেদিন নারায়ণগঞ্জের পাগলা থেকে ছাড়বে রিভার ক্রুজ- মধুমতি। নৌ-প্রতিমন্ত্রী জানান, নদী পথে ভারতের সঙ্গে যোগাযোগ আরো বাড়ানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment