তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট রোববার

১) রোববার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট গ্রহণ। ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি প্রায় সর্ম্পূণ করেছে নিবার্চন কমিশন। দ্বিতীয় ধাপের মত এ দফায় ভোটে সহিংসতার আশংকা দেখছে না নিবার্চন কমিশন। তবে সর্তকতার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়ন করা হয়েছে বিজিবি। -ইডিপেন্ডেন্ট টিভি

২) এছাড়াও নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশী সদস্য। স্টাইকিং র্ফোস হিসেবে কাজ করবে র‌্যাব,বিজিবি, কোস্টর্গাড। দায়িত্বে থাকবেন ৩০০ ম্যাজিস্ট্রেট।

৩) তৃতীয় ধাপেও বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ৩২ জন। ইভিএম ব্যবহার করা হচ্ছে ৪ টি উপজেলায়। এবার চেয়ারম্যান পদে লড়ছেন ৩২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৮৫ জন। মোট ভোটার ১ কোটি ২৩ লক্ষ ৫৪ হাজারেরও বেশী। কেন্দ্র হচ্ছে ৯ হাজার ৩৩৮ টি।

৪) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কালীন সময়ে বা নির্বাচন নিয়ে সংর্ঘষ হতে পারে আশংকায় নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment