বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে আজ শনিবার পালন করা হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। শনিবার আবহাওয়া সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূইয়া দিবসটির শুভ উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আখতার হোসেন ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সাবেক পরিচালকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তরীয় কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশন এর আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করছে। অনুষ্ঠানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment