চীনে এবার পর্যটন বাসে আগুন লেগে নিহত ২৬

রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ার পরের দিনই চীনে একটি পর্যটন বাসে আগুন লেগে ২৬ জন নিহত হওয়ার খবর এলো। ৫৯টি আসনযুক্ত বাসটির দুর্ঘটনায় আরো ২৮জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

কর্তৃপক্ষ জানায়, একটি পর্যটন বাস চীনের হেনান প্রদেশ থেকে চাংদে যাওয়ার পথে হোংশু কাউন্টি অতিক্রম করার সময় তাতে আগুন লেগে যায়। বাসটিতে মোট ৫৬জন যাত্রী ছিলো। বাসটিতে দুর্ঘটনার সময় দু’জন চালকসহ একজন দিকনির্দেশকও ছিলেন।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এখন স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে হুনান প্রদেশ কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে।

ইতোমধ্যেই বাসটির দুই চালককে আটক করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment