নতুন প্রজন্ম আত্মবিশ্বাসী না হলে এগোতে পারবে না, বললেন গনিত অলিম্পিয়াড সম্পাদক মুনির হাসান

মুক্তিযুদ্ধ কেন করেছি সেটা যদি আমরা এক লাইনে বলি তহলে বলা যায় যে,‘ আমরা ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই। শুক্রবার ডিবিসি টেলিভিশনে উপসংহার অনুষ্ঠানে গনিত অলিম্পিয়াড কমিটির সাধারন সম্পাদক মুনির হাসান এ কথা বলেন। ডিবিসি নিউজ

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আজকের নতুন প্রজন্মকে গড়তে হবে যেন তারা দেশের যে কোন বাধা প্রতিহত করে সামনে এগোতে পারে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যেতে পেরেছি কিনা, তার বিরুদ্ধে যুদ্ধরত আছি কিনা তা ভাবতে হবে।

তিনি আরো বলেন, এখন যে নতুন প্রজন্মের সেই বৈষম্যের বিরুদ্ধে যাওয়ার জন্য নতুনভাবে তৈরি হতে হবে। তাদের লড়াইটা এখন বিশ্বের সাথে। সে জন্য তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা দরকার। তাদের স্পীড থাকতে হবে; অহংকার থাকতে হবে। না হলে তারা এগোতে পারবে না।

তাদের শুধু এটা জানলেই হবে না যে, কারা যুদ্ধ করেছেন, তাদের জানতে হবে কারা আমাদের বিরোধীতা করেছে, কারা আমাদেরকে পিছনে টেনে রাখতে চাইছে। ভাবতে হবে যে কোন শক্তির বলে বলীয়ান হয়ে ওরা ’৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। আমরা কি উপাদান ১৯৭২-১৯৭৫ সালে তৈরি করেছি সমাজে। সেটা কিভাবে তৈরি হয়েছে তার সমাধান না করলে তো বারবার একই ঘটনা ঘটতে থাকবে। এজন্য ঐ দিকটায় জোর দিতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment