বিশ্বকাপ দলের জন্য আইপিএলের টাকা ছাড়তেও পিছপা হচ্ছেন না মালিঙ্গা

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন লাসিথ মালিঙ্গা। এর আগে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আর ওয়ানডে বিশ্বকাপ খেলে এই সংস্করণ ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন এ পেসার। কিন্তু সবার আগে মালিঙ্গাকে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হবে। ওই লক্ষ্যপূরণে আইপিএলে আয়-উপার্জন কমলেও সমস্যা নেই মালিঙ্গার। শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিতের লড়াই করতে চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অন্তত প্রথম ছয় ম্যাচ খেলবেন না।

শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকরা সাফ বলে দিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে ঘরোয়া সুপার প্রভিন্সিয়াল টুর্নামেন্টে অবশ্যই খেলতে হবে। নির্বাচকদের এই শর্ত পূরণ করতে আইপিএলে প্রথম ছয় ম্যাচে নিজের খেলা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিঙ্গা।

২ কোটি রুপিতে এই পেসারকে দলে ভিড়িয়েছে মুম্বাই। দক্ষিণ আফ্রিকা থাকা মালিঙ্গারা দেশে ফিরবেন ২৬ মার্চ। মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচ না খেলা প্রসঙ্গে ক্রিকইনফোকে মালিঙ্গা বলেন, ‘আইপিএল খেলতে বোর্ডের কাছে অনাপত্তিপত্র চেয়েছিলাম। বোর্ড রাজি হলেও বলেছে, বিশ্বকাপে খেলতে হলে ঘরোয়া টুর্নামেন্টে থাকতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি ঘরোয়া খেলেই আইপিএলে যাবো। এতে আয় কমলেও কোনো সমস্যা নেই। আমি দেশের জন্য কিছু করতে চাই।’ ক্রিকইনফো ও দ্য পেপার

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment