শেখ হাসিনার নামে ‘মিথ্যা বাণী’দিয়ে ভোটারদের বিভ্রান্ত

ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার ‘মিথ্যা বাণী’ সংবলিত পোস্টার-লিফলেট প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান এমনি অভিযোগ উঠেছে তার বিরুদ্দে।

বিষয়টি নিয়ে গতকাল রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হানিফ মুন্সি।

লিখিত অভিযোগে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হয়েও আনিছুর রহমান ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিসহ মিথ্যা ও বানোয়াট বাণী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নামে মনগড়া ও মিথ্যা বাণীসহ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করে পোস্টার-লিফলেট প্রচার করছেন। এটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও আনিছ নির্বাচনী পোস্টারে মুজিব কোট পরা ছবি এবং আওয়ামী লীগের পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হানিফ মুন্সি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment