মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশ থেকে মাদক নির্মূল করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের গডফাদার ও কারবারিদের হুশিয়ার করে মন্ত্রী বলেন, ভালো হয়ে যান, নইলে চরম পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। এ জন্য বনদস্যু, জলদস্যুসহ বিভিন্ন নামে যে দুর্বৃত্তরা সমাজবিরোধী কর্মকাণ্ড করছে, তাদের অবশ্যই নির্মূল করা হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হবে। ভালো না হলে অবশ্যই পুলিশ তাদের নির্মূলে কঠোর পদক্ষেপ নেবে।

গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সুন্দরগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার ২০ মাদককারাবরি ও ৫০ মাদকসেবী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এর আগে মন্ত্রী ৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ফুলছড়ি থানার তিনতলা ভবন উদ্বোধন করেন। এ ছাড়া ফুলছড়ি উপজেলার গজারিয়ায় জনদাবির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তকেন্দ্রের একটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment