চাকরির ভুয়া বিজ্ঞাপন দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

চাকরির ভুয়া বিজ্ঞাপন দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা অনলাইনভিত্তিক জব সার্চিং পোর্টাল ‘বিডি জবস’ ব্যবহার করে এমন বিজ্ঞাপন তৈরি করতো।

এছাড়া নিজেদের পরিচয় গোপনের জন্য ব্যবহার করতো বিকাশ ও রকেট একাউন্ট সম্বলিত বিভিন্ন মোবাইল কোম্পানির শত শত বায়োমেট্রিক সিম।

কাতারভিত্তিক প্রতিষ্ঠান ডেল্টা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ‘স্টোর ম্যানেজার’। আকর্ষণীয় বেতন, থাকাও যাবে পরিবারসহ। এক কথায় লোভনীয় অফার।

অনলাইনভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবসের এমন বিজ্ঞাপনের আড়ালে দিনের পর দিন চলছে প্রতারণা। যে ফাঁদে পা দিয়ে এরই মধ্যে সর্বশান্ত হয়েছেন হাজারো তরুণ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে এমনই এক প্রতারক চক্রের চার সদস্যসহ বিডি জবস’র একজনকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। চক্রের প্রধান শাহীন হায়দার। প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের সাথে যোগাযোগ করতেন তিনি। হাসান ও তাজুলের দায়িত্ব ছিল অন্যের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করা। বাকি সদস্য নীলক্ষেতের দোকানি শ্যামলের দায়িত্ব ছিল হুবহু চাকরির অফার লেটারসহ বিভিন্ন কাগজ তৈরি করে দেয়া।

গ্রেফতারকৃত একজন বলেন, বিডি জবস এর একজন লোক আছে, তিনি বিজ্ঞাপন দেন পরে আবেদনের জন্য আমার মোবাইল নম্বর দেওয়া হয়, আমি কথা বলি।

পুলিশ বলছে, মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অসম প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের সরলতার সুযোগেই সিম রেজিস্ট্রেশন করে অপরাধী চক্র।

তেজগাঁও জোন (ডিএমপি) উপ-কমিশনার বিপ্লব সরকার বলেন, বিডি জবস এর কতিপয় কর্মচারী সরাসরি এই প্রতারণার সাথে সম্পৃক্ত হয়ে শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে, নিজেদের কেউ এমন অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিডি জবস কর্তৃপক্ষ।

বিডি জবস’র প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, আমরা নিজস্বভাবে খোঁজ নিচ্ছি, কোনো ইনফরমেশন লাগলে আমরা দিবো।

এধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment