জিয়া ও খালেদা মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতির চেষ্টা করেছেন : তোফায়েল

মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন, আর খালেদা জিয়া বলেছিলেন ৩০ লাখ শহীদ হননি’ উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিলেন। কিন্তু এ দেশের মানুষ মিথ্যাকে ছুড়ে ফেলে সত্য গ্রহণ করেছে।

মঙ্গলবার ভোলার গজনবী স্টেডিয়াা জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় ও আনন্দ র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নামক দলটির এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মিথ্যার উপর ভিত্তি করে যে দল সৃষ্টি, ভবিষ্যতে সেই দলকে খুঁজে পাওয়া যাবে না।

এর আগে ভোলা গজনবী স্টেডিয়ামে স্কুল ও কলেজের শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তর করব- এটাই মহান স্বাধীনতা দিবসে অঙ্গীকার।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment