জামিন পেলেন নওয়াজ শরিফ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ছয় সপ্তাহের জামিন দিয়েছেন দেশটির আদালত। তবে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। সংবাদ:

মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য নওয়াজকে এই জামিন দেন। নওয়াজ হৃদ্যন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেন, নওয়াজ শরিফ যেদিন জামিনে মুক্তি পাবেন, সেদিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তার দণ্ড স্থগিত থাকবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও নওয়াজের অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন।

প্রসঙ্গত, আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment